আগামী ১৫ মে থেকে ঢাকা-চট্টগ্রাম মহানগরী বাদে সারা দেশে ডিজেলচালিত বাস ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমিয়েছে সরকার। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে ২টার দিকে প্রজ্ঞাপন জারি করা হয়।