মেক্সিকো সিটিতে বায়ু দূষণ রোধে ফের ৪০ শতাংশ গাড়ি নিষিদ্ধ করা হবে

0
499

মেক্সিকো সিটি কর্মকর্তারা সোমবার একটি নতুন বায়ু দূষণ সতর্কতা জারি করেছেন। এ প্রেক্ষিতে মঙ্গলবার নগরীতে ৪০ শতাংশ যান চলাচল নিষিদ্ধ করা হবে। পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোকে কার্বন নিঃসরণ হ্রাস করতে হবে।
গত মার্চে ধোঁয়াশায় নগরীর দুই কোটিরও বেশি মানুষের চরম ভোগান্তি হয়। ফলে কর্তৃপক্ষ দ্রুতই এক দশকের মধ্যে প্রথমবারের মত সতর্কতা ও জুনে নতুন যান চলাচল বিধিনিষেধ আরোপ করে।
নতুন আইনের উদ্দেশ্য প্রতি পাঁচ গাড়ির একটিকে রাস্তায় চলাচল করতে না দেয়া। তবে সোমবার নতুন যে সতর্কতা জারি করা হয়েছে তাতে মঙ্গলবার থেকে এ সংখ্যা দ্বিগুণ করা হবে। স্বাভাবিক সময়ে প্রায় ৫৫ লাখ গাড়ি চলাচল করে।
এদিকে মেগালপলিস পরিবেশ কমিশন সিমেন্ট, ফার্মাসিউটিক্যাল, তেল ও বিদ্যুৎ কোম্পানিগুলোকে কমপক্ষে ৪০ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করারও নির্দেশ দিয়েছে। রাজধানী ও এর আশেপাশের রাজ্যগুলোর পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ হল এ কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here