রাজধানীর ফার্মগেটের আমতলী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। টানা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাভিয়েশনের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে আমতলী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। ৯টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। বৈদ্যুতিক শর্টসর্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলেও জানান তিনি। এর আগে সকাল পৌনে ৯টার দিকে বস্তির একটি টিনশেড ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা টিনশেড ঘর তৈরি করে থাকতেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।