ইরাকে আইএসের হামলায় মার্কিন সেনা নিহত

0
515

ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের হামলায় ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন নেভি সিলের এক সদস্য নিহত হয়েছে। সৈন্যটি কুর্দি পেশমের্গা বাহিনীর পরামর্শদাতা ছিলেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
নিহত সৈন্যটির নাম চার্লি কিয়েটিং। তার বয়স ৩১ বছর। তার বাড়ি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে।
পেশমের্গা কর্মকর্তারা বলেন, মঙ্গলবার ভোরে ইরাকের আইএস নিয়ন্ত্রিত নগরী মসুলের উত্তর সীমান্তে জিহাদিরা এ হামলা চালায়।
২০১৪ সালে আইএস এর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযান শুরুর পর থেকে এই নিয়ে তিন জন মার্কিনী নিহত হল।
মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলা ও সামরিক পরামর্শের সহায়তায় ইরাক সরকারের অনুগত বাহিনীর আক্রমণে আইএস পিছু হটলেও জিহাদি গোষ্ঠীটি এখনো দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here