গাড়ীতে স্টিকার ব্যবহারে ডিএমপির নিষেধাজ্ঞা

0
471

প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্টিকার বাদে গাড়িতে আলগা কোনো স্টিকার লাগানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার সকালে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাজধানীতে উল্টোপথে গাড়ী চললে এবং অবৈধ ভাবে পার্কিং করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান কমিশনার। তিনি বলেন, রাজধানীকে যানজট মুক্ত রাখতে উল্টো পথে গাড়ী চলাচল এবং অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীরা সংবাদপত্রের, পুলিশের এবং অ্যাডভোকেটের আলগা স্টিকার ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। তারা আলগা স্টিকার ব্যবহার করছেন, সেটি করা যাবে না। যারা প্রকৃত সাংবাদিক তাদের প্রতিষ্ঠানের লোগোযুক্ত-স্টিকার ব্যবহার করতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে দেখা গেছে অপরাধীরা নিরাপদে অপরাধ কর্মকান্ড সংঘটিত করতে গাড়ীতে সাংবাদিক, আইনজীবী এমনকি হাতে লেখা পুলিশের স্টিকারও ব্যবহার করেন। পুলিশও অনেক সময় এ ধরনের স্টিকার দেখে অপরাধীদের শনাক্ত করতে পারে না। এ ধরনের কর্মকান্ড বন্ধ করতেই এই নিষেধাজ্ঞ। এছাড়া রাজধানী ঢাকায় গাড়িতে বেআইনিভাবে হাইড্রোলিক হর্ন যারা ব্যবহার করছেন তাদের সেটি খুলে ফেলতে হবে। নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here