ঘরে বসেই চুলের যত্ন করার সাত উপায় জেনে নিন

0
470

১. পেঁয়াজের রস বহুল ব্যবহৃত ও কার্যকরী একটি উপাদান। এতে আছে সালফার, যা টিস্যুর কোলাজেন বাড়ায়। পেঁয়াজের রস চুল বাড়াতেও ভূমিকা রাখে। কয়েকটি পেঁয়াজ ছেঁচে রস বানিয়ে নিন। তারপর এই রস চুলের গোড়ায় দিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আলুর রস পেঁয়াজের রসের বিকল্প হতে পারে। ২. নারিকেল দুধ বিশেষজ্ঞ ব্লোজোম কোচার বলছেন, নারিকেল দুধে আয়রন, পটাশিয়াম এবং অতি প্রয়োজনীয় ফ্যাট রয়েছে। এতে অর্ধেক লেবুর রস ও চার ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। এরপর চুলে মেখে চার থেকে পাঁচ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ৩. অ্যাপল সিডার ভিনেগার এই ভিনেগার চুলের গোড়া পরিষ্কার করে এবং চুলের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে। এই উপাদান চুলে বাড়াতেও কার্যকরী। এক লিটার পানিতে ৭৫ মিলিলিটার অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে নিন। এর ১৫ মিলিলিটার হালকা উষ্ণ এক কাপ পানিতে মিশিয়ে চুলে দিন। চুল ধোওয়ার পর মাখলে উপকার পাওয়া যাবে। ৪. ডিমের মাস্ক বিশ্বজুড়ে এই মাস্ক সবচেয়ে জনপ্রিয়। ডিমে আছে উচ্চমাত্রার প্রোটিন। এটি নতুন চুল গজাতে সহায়তা করে। এ ছাড়া ডিমে আছে সালফার, জিংক, আয়রন, সেলেনিয়াম, ফসফরাস ও আয়োডিন। একটি ডিমের সাদা অংশ বাটিতে নিয়ে তাতে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট চুলে মেখে ধুয়ে ফেলুন। চুল মসৃণ করতে এর জুড়ি নেই। ৫. গ্রিন টি শুধু খাওয়ার জন্যই নয়, চুলের জন্যও উপকারী গ্রিন টি। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এক পানীয়। চুল পড়া রোধে দারুণ কাজে দেয়। ব্যবহৃত টি ব্যাগ থেকে চা-পাতা বের করে চুলে দিন। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন। ৬. মেথি এটি এক ধরনের হারবাল। চুল বাড়াতে বেশ কার্যকর। এতে আছে প্রোটিন ও নিকোটিনিক এসিড। এক টেবিল চামচ মেথিতে পানি মিশিয়ে পিষে ফেলুন। পেস্টের মতো হলে এতে নারিকেল তেল বা নারিকেল দুধ মেশান। এবার চুলের গোড়ায় দিয়ে ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন। ৭. আমলকী চুলের যত্নে জাদুকরী ফল। আমলকী শুকিয়ে পাউডার বানিয়ে নিন। দুই টেবিল চামচ পাউডারে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে একটু শুকিয়ে নিন। হালকা উষ্ণ পানি দিয়ে চুলের গোড়ায় দিন। এই উপকরণ চুলের স্বাভাবিক রং ফিরিয়ে দেয়। চুল মসৃণ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here