ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন রিপাবলিকান প্রার্থী

0
485

ইন্ডিয়ানা প্রাইমারিতেও জয় ঝুলিতে পুরে নেওয়ার পর বিতর্কিত বিলিয়নিয়ার ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হওয়ার পথ পুরোই সুগম হয়ে গেলো। আর পাকা হলো যখন তার প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ঘোষণা দিলেন, আর লড়ছেন না। নভেম্বরের চূড়ান্ত লড়াইয়ে তাহলে ডেমোক্র্যাট প্রার্থী, তা সে যেই হোন হিলারি ক্লিনটন কিংবা বার্নি স্যান্ডাস, লড়তে হবে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই। এরই মধ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রিবাস জিওপির মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পের নামটাই উচ্চারণ করেছেন। আর দলের ভেতরের সকলেই তার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়ানায় ট্রাম্প ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। আর ক্রুজ পেয়েছেন ৩৭ শতাংশ ভোট। ইন্ডিয়ানায় অবশ্য স্বল্প ব্যবধানে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থীতা প্রত্যাশী হিলারি ক্লিনটন। বার্নি স্যান্ডার্স এই রাজ্যে ৫২.৪৮ শতাংশ ভোট পেয়েছেন। হিলারি পেয়েছেন ৪৭.৫২ শতাংশ ভোট। জয়ের পর উচ্ছ্বসিত ডনাল্ড ট্রাম্প অবশ্য টেড ক্রুজের জন্য দুঃখই প্রকাশ করলেন। আর বললেন, আমি জানি না তিনি আমাকে পছন্দ করেন কি না, কিন্তু তাকে আমি একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখি। আর তার এক উজ্জ্বল ভবিষ্যতও রয়েছে। হিলারি ক্লিনটনের সঙ্গেই তারই লড়াই হচ্ছে, এমন মত দিয়ে ডনাল্ড ট্রাম্প বলেন, এটা তার জন্য খুবই বড় পরাজয় হতে চলেছে। তার পক্ষে মহান প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়, ভালো প্রেসিডেন্ট তিনি হবে পারবেন না, তিনি হবেন একজন দরিদ্র প্রেসিডেন্ট, হিলারি সম্পর্কে বলেন ট্রাম্প।ট্রাম্প আশা প্রকাশ করেন টেড ক্রুজ এখন দলের হয়ে কাজ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here