বরিশালে দোতলা ভবনসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

0
432

বরিশাল প্রতিনিধি ॥ নগরীর জেলখালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল অংশ উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের দ্বিতীয়দিনে বুধবার দুপুরে খালের জমি দখল করে নির্মিত একটি দ্বিতল ভবনসহ অর্ধশতাধিক পাকা, আধাপাকা এবং কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, জেলখালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল অংশে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৪ ঘন্টার সময় স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্ত এ সময়ের মধ্যে কেউ স্থাপনা সরিয়ে নেননি। ফলে মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
উল্লেখ্য, নগরীর ভেতর দিয়ে প্রবাহমান ঐতিহ্যবাহী জেলখাল দখলমুক্ত করার জন্য গত ২৬ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। ওইদিন জেলখালের উৎসস্থল কীর্তনখোলা নদীর মুখের ফরিয়াপট্টি এলাকায় (চালের মোকাম) থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here