কোহলির ২৪ লাখ রুপি জরিমানা

0
490

এবার আইপিএলে বিরাট কোহলির জরিমানা দিতে হবে ২৪ লাখ রূপি। কারণ, অপরাধটা দ্বিতীয়বারের মতো করেছেন। প্রথমবার স্লো ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অধিনায়কের ১২ লাখ রুপি জরিমানা হয়েছিল। একই অপরাধ দ্বিতীয়বার হয়েছে সোমবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হারা ম্যাচে। জরিমানার পরিমাণ দুই গুন হয়েছে তাতে। তার মানে এখন পর্যন্ত ৩৬ লাখ রুপি জরিমানা হলো কোহলির। একই সাথে কোহলির দলের খেলোয়াড়দের সকলকে ৬ লাখ রূপি করে জরিমানা গুনতে হবে। এই ম্যাচে অদ্ভুত আচরণ করেছিলেন কলকাতার অধিনায়ক গৌতম গাম্ভির। তার দল জিতছে। সুর্যকুমার যাদব একটি বাউন্ডারি মারলেন। এই সময় গাম্ভির ডাগ আউটে একটি চেয়ারে লাথি মারলেন। পরে দোষ স্বীকার করেছেন। তবে এই হিংস্র আচরণের জন্য তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আগেরবার জরিমানা হওয়ার পর সতর্ক হয়ে যাওয়া দরকার ছিল কোহলির। হয়েছিলেন হয়তো। কিন্তু এবারও নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেননি। আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, “কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচে স্লো ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে। এই মৌসুমে স্লো ওভার রেটে এটা তার দ্বিতীয় অপরাধ। তাই কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here