ভারতের ছত্তিশগড় রাজ্যে ছোট একটি সেতু থেকে চলন্ত বাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। বুধবার রাজ্যের বলরামপুর জেলার ডালধোয়া ঘাট এলাকায় এ ঘটনায় ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। ব্যক্তিগত মালিকানাধীন বিলাসবহুল বাসটি পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের গাধোয়া থেকে ছত্তিগড়ের রাজধানী রাইপুর যাচ্ছিল। ঘটনাস্থল ডালধোয়া রাইপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার এবং বলরামপুর জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে। বলরামপুরের পুলিশ সুপার সদানন্দ কুমার ফোনে প্রেস্ট ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, বাসটি রাস্তার একটি তীক্ষ্ণ মোড় অতিক্রম করার সময় হঠাৎ করেই একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে, চালক মোটরসাইকেলটিকে এড়ানোর চেষ্টাকালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বাসটি সামনের সেতুর রেলিং ভেঙে নিচের শুকনো খাদে পড়ে কয়েকবার ডিগবাজি খায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান তিনি। সদানন্দ বলেন, এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। গুরুতর আহত ১৬ জনকে অম্বিকাপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া আহত আরো ৩৭ জনকে বলরামপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই পুরুষ বলে নিশ্চিত করেছেন তিনি।