‘জামায়াত নিষিদ্ধের পথ সুগম হলো’

0
379

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। মুক্তিযুদ্ধকালীন আল বদর বাহিনীর নেতা নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় বহাল রাখার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। গান, স্লোগান আর বক্তৃতার মধ্য দিয়ে অবস্থান কর্মসূচি চলে। বেলা সাড়ে এগারোটায় রিভিউ আবেদন খারিজের সংবাদে বিজয় চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। রায়ের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চ এই রায়ে সন্তোষ প্রকাশ করছে। এই রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে জনমনে যে আশংকা তৈরি হয়েছিলো তা দূর হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী বাংলাদেশের জাতীয় পতাকা তার গাড়িতে উড়াবার ধৃষ্টতা প্রদর্শন করেছিল। এই রায়ের মধ্য দিয়ে নতুন মাইলফলক স্থাপিত হলো যে অপরাধী যত ক্ষমতাধরই হোক, তাকে শাস্তি পেতে হবে। রিভিউ আবেদন খারিজ হওয়ায় যুদ্ধাপরাধী নিজামীর মৃত্যুদণ্ডের রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তাই কালবিলম্ব না করে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে দ্রুত এই কুখ্যাত নরঘাতকের সর্বোচ্চ শাস্তির রায় কার্যকর করতে হবে, বলেন ইমরান এইচ সরকার। দ্রুত জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তির রায় বহালের মধ্য দিয়ে জামায়াত নিষিদ্ধের পথ আরও সুগম হলো। যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করে বাকি সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে মুক্তিযুদ্ধের চেতনার আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে মনোযোগী হতে হবে। রায় ঘোষণার পর গণজাগরণ মঞ্চের বিজয় মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে ফিরে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here