টম ক্রুজের নায়িকা দীপিকা

0
431

দীপিকা পাড়ুকোন এখন ব্যস্ত সময় পার করছেন হলিউডের ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’-এর দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী হলেন অ্যাকশন খ্যাত তারকা ভিন ডিজেল।

শোনা যাচ্ছে, হলিউডের আরও একটি ছবির জন্য অডিশন দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তা-ও আবার টম ক্রুজের মতো বিখ্যাত তারকার সঙ্গে। খবর স্পটবয়।

হলিউডের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মামি’র চতুর্থ কিস্তিতে দেখা যেতে পারে দীপিকাকে। এজন্য অডিশনও দিয়েছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা।

‘দ্য মামি রিবুট’ নামের এবারের পর্বে টম ক্রুজের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করার সম্ভাবনা রয়েছে দীপিকার। সব ঠিক থাকলে ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে ইজিপশিয়ান মেয়ের ভূমিকায় দেখা যাবে। অ্যালেক্স কার্টজম্যান পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করবেন হলিউড অভিনেত্রী সোফিয়া বাউটেলা। ‘দ্য মামি রিবুট’ মুক্তি পাবে ২০১৭ সালের জুনে।

অন্যদিকে কিছুদিন আগে এ ছবিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন বলিউডের আরেক সুন্দরী হুমা কুরেশি। কিন্ত‍ু তাকে নেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here