নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর মাইজদী জেনারেল হাসপাতালের মোড় থেকে ফারুক হোসেন (২৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।
বুধবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক পশ্চিম মাইজদী গ্রামের ওলী চৌকিদার বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
সুধারাম থানার ওসি (তদন্ত) মীর্জা মো: হাসান জানান, ফারুক দীর্ঘ দিন ধরে ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে সুধারাম থানায় ছিনতাইয়ের ঘটনায় ২ টি মামলাও রয়েছে। তাকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে।