পোলার্ড-ব্রাভোকে ওয়ানডে দলে নেয়ার দাবি লারার

0
445

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা এবার দাবিটা তুললেন। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে দুই অল রাউন্ডার কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর না থাকা একটি বিতর্কিত বিষয়। সেই বিষয়ে শুধু কথা বললেন না এই দুই খেলোয়াড়কে ক্যারিবিয়ান ওয়নডে দলে নেয়ার দাবিও জানালেন লারা। সামনের মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে পোলার্ড ও ব্রাভোকে দেখতে চান লারা।

২০১৪ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরের মাঝ পথে দেশে ফিরে আসে। বোর্ডের সাথে দেনা পাওনা নিয়ে সঙ্কট ছিল খেলোয়াড়দের। তখন ওয়ানডে অধিনায়ক ছিলেন ব্রাভো। দুজনকে পরে আর ওয়ানডে দলে নেয়া হয়নি। তা নিয়ে অনেক কথা হচ্ছে। আর বোর্ডের নির্বাচন নীতিতে গেলো জানুয়ারিতে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে না খেলায় এই দুজন ওয়ানডের জন্য বিবেচিত হবেন না।

কিন্তু লারা এসবকে বোকামি হিসেবে দেখেন, “আমার মনে হয় ত্রিদেশীয় সিরিজটা রোমাঞ্চকর হবে। আশা করি আমরা পোলার্ড ও ব্রাভোর মতো খেলোয়াড়কে পাবো। পাবো সম্প্রতি এই ফরম্যাটে না খেলা আরো কজনকে। কারণ এরা ওয়েস্ট ইন্ডিজ দলের অবিচ্ছেদ্য অংশ। তাদের শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে খেলানো ওয়েস্ট ইন্ডিজের জন্য বোকামি ছাড়া আর কিছু না।”

ব্রাভোরা সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। পোলার্ড খেলতে পারেননি। তাদের কোচ ফিল সিমন্স প্রকাশ্যে বলেছিলেন, পোলার্ড-ব্রাভোকে বাইরের চাপে নির্বাচকরা দরে রাখেননি। একটি সিরিজের আগে এটা বলে সাময়ীক বরখাস্ত হয়েছিলেন কোচ। পরে ক্ষমা চেয়ে কাজে ফিরতে পেরেছিলেন। ১৬৪ ওয়ানডে খেলেছেন ব্রাভো। ৩ হাজার রান হতে আর ৩২ রান বাকি তার। এক উইকেট হলেই হয় ২০০। আর পোলার্ড ৯১ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৪৪ উইকেট শিকার তার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here