রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো সুযোগ নেই

0
392

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি মতিউর রহমান নিজামী রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। এছাড়া আর কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহালের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।   তিনি বলেন, এর আগে যেভাবে ফাঁসির অন্য রায়গুলো কার্যকর করা হয়েছে, সেভাবেই এ রায় কার্যকর হবে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে বৃহস্পতিবার এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here