বরিশালে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

0
431

বরিশাল প্রতিনিধি ॥ জাতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ দেয়া, সকল এটিআই শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদাণ, সরকার কর্তৃক ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের কাগজ কলমে দ্বিতীয় শ্রেণি পদমর্যাদা দেয়ার দাবিতে বরিশালে ক্লাশ বর্জন করে বিক্ষোভ কর্মসূচী পালন করছে কৃষি ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল শেষে শহিদ মিনার চত্বরে সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা তাদের দাবীর পক্ষে বিভিন্ন যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে দাবী না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। সমাবেশে বাংলাদেশ কৃষি ডিপ্লে¬ামা ইনস্টিটিউটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আকন, শিক্ষার্থী তামিম, আকিব, রবিউল ইসলাম, লতা খানম, রিয়াজুল ইসলাম, ইরাজ শিফাত প্রমুখ। সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আকন জানান, তারা গত ২ এপ্রিল থেকে ক্লাশ বর্জন কর্মসূচী পালন করে আসছেন। তাদের দাবী না মানা হলে আগামী রবিবার থেকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর্মসূচী পালন শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here