শফিক রেহমানের জামিন নামঞ্জুর

0
389

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বর্তমানে শফিক রেহমান কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। এ মামলায় দুই দফায় মোট ১০ দিন রিমান্ডে ছিলেন শফিক রেহমার। প্রথম দফায় ১৬ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম ৫ দিনের রিমান্ড প্রদান করেন। দ্বিতীয় দফায় ২২ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত (মামলার তারিখ পর্যন্ত) বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস-এর সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here