কাল রংপুরের ২৪ ইউপিতে ভোট

0
465

শনিবার চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের রংপুরের কাউনিয়া, পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার ২৪টি ইউপিতে ভোট গ্রহণ হবে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো স্থানীয় পর্যায়ে ইউপি নির্বাচন হওয়ায় গ্রামে গ্রামে বইছে ভোট উৎসবের হাওয়া। শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রথম তিন দফার নির্বাচনে রংপুরের কোথাও কোনো সহিংস ঘটনা না ঘটায় চতুর্থ দফার নির্বাচনেও এ অঞ্চলের ভোটারদের মাঝে আরো বেশি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল-বিকেল-রাত তিন বেলাতেই সরব প্রচারণা চালাচ্ছেন তারা। তবে চেয়ারম্যান পদে সরকারদলীয় প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও বিএনপি, জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন নানা আশঙ্কায়। তাদের অভিযোগ, সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীরা জেল-জুলুম-মামলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভোটারদের নানাভাবে প্রভাবিত করছেন। এ কারণে ভোটের দিন সংঘাতসহ অনিময়ের আশঙ্কা করছেন তারা। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। এ ব্যাপারে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, শনিবার রংপুরের কাউনিয়া, পীরগাছা এবং মিঠাপুকুর উপজেলার ২৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ১৪১ জনসহ সাধারণ ও সংরক্ষিত মেম্বার (সদস্য) পদে ১২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here