‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধের কোনো পরিকল্পনা নেই’

0
377

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং শতভাগ শিক্ষিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষায় যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করেছে। এই পরীক্ষা বন্ধ করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য টিপু সুলতানের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীকে একই নিয়মে পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ পরীক্ষা পদ্ধতি চালু করা হয়। তিনি বলেন, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮ লাখ, ২৩ হাজার ৪৬৫ জন এবং পাসের হার ছিল ৮৮ দশমিক ৮৪ শতাংশ, যা ২০১৫ সালে ২৮ লাখ ৩৯ হাজার ২৩৮ জনে উন্নীত হয়েছে এবং পাসের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৫২ শতাংশ। বিগত ৭ বছর ধরে অত্যন্ত সুষ্ঠুভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here