স্পিকার-ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী ও এমপিদের বেতন-ভাতা বাড়ল

0
232

জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন-ভাতা ও সুবিধাদি বাড়িয়ে পৃথক তিনটি বিল পাস করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ‘স্পিকার ও ডেপুটি স্পিকারের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’ এবং ‘সংসদ সদস্যদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’ উত্থাপন করেন। আর ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিল-২০১৬’ উত্থাপন করেন সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। পরে সরকারি ও বিরোধী দলের এমপিদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও সম্মতিক্রমে বিল তিনটি পাস হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে বিলগুলোর উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলের সদস্যরা। তবে তাদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরআগে গত ২ মে বিল তিনটি পাসের সুপারিশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সংসদে প্রতিবেদন জমা দেয়। এরআগে গত ২৪ ও ২৫ জানুয়ারী বিল তিনটি সংসদে উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন ও অন্যান্য সুবিধা সামঞ্জস্য রক্ষা করে পুণঃনির্ধারণের লক্ষ্যে বিদ্যমান আইনের অধিকতর সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিল উপস্থাপন করা হলো। স্পিকার ও ডেপুটি স্পিকার ॥ স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন-ভাতা পারিতোষিক বিশেষ অধিকার ইত্যাদি বৃদ্ধির প্রস্তাব সম্বলিত স্পিকার এবং ডেপুটি স্পিকারের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিলে স্পিকারের বেতন ৫৭ হাজার ২০০ টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ১২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার থেকে বৃদ্ধি করে ১৩ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা কভারেজ ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১৬ লাখ টাকা, দৈনিক ভাতা এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১১ লাখ টাকা করা হয়েছে। বিলে ডেপুটি স্পিকারের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা ৫ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল ৮ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা করা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ॥ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিলে মন্ত্রীদের বেতন-ভাতা ৫৩ হাজার ১০০ টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীদের ৪৭ হাজার ৮০০ টাকা থেকে বৃদ্ধি করে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীদের ৪৫ হাজার ১৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৮৬ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া বিলে বিভিন্ন ভাতা ও সুবিধাদিও বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে মন্ত্রীদের ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা, প্রতিমন্ত্রীদের ৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭ হাজার ৫০০ টাকা, উপমন্ত্রীদের ৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা করা হয়েছে। বিলে মন্ত্রীদের বাড়ি ভাড়া ৮০ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাড়ি ভাড়া ৭০ হাজার টাকা করা হয়েছে। বিলে বিদ্যমান আইনে অনুচ্ছেদ ৯-এ উল্লেখিত সুবিধা ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৮০ হাজার টাকা, অনুচ্ছেদ ১০-এর ১ উপ-অনুচ্ছেদে উল্লেখিত সুবিধাদি ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা, অনুচ্ছেদ ২-এ উল্লেখিত সুবিধাদি ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া বিলে বিদ্যমান আইনে ১৬ অনুচ্ছেদের ১ অনুচ্ছেদের এ ধারায় উল্লেখিত সুবিধাদি ৪ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা, ধারা বি-তে উল্লেখিত সুবিধাদি ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৭ লাখ ৫০ হাজার টাকা, ধারা সি-তে উল্লেখিত সুবিধাদি ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হয়েছে। সংসদ সদস্যদের বেতন-ভাতা ॥ সংসদ সদস্যদের বেতন-ভাতা, পারিতোষিক বৃদ্ধির প্রস্তাব সম্বলিত সংসদ সদস্যদের (বেতন-ভাতা ও সুবিধাদি)(সংশোধন) বিলে সংসদ সদস্যদের বিদ্যমান বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৫৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে বৃদ্ধি করে ৭৫০ টাকা করা হয়েছে। এছাড়া এমপিদের স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লাখ টাকা, নির্বাচনী এলাকার খরচ ভাতা (মাসিক) ৭ হাজার ৫০০ টাকা  থেকে বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা, পরিবহন খরচ ভাতা (মাসিক) ৪০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭০ হাজার টাকা, অভ্যন্তরীণ ভ্রমণ (বার্ষিক) খরচ ভাতা ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক লাখ ২০ হাজার টাকা, লন্ড্রি ভাতা মাসিক এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে এক হাজার ৫০০ টাকা, অফিস খরচ ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা এবং ক্রোকারিজ, ইত্যাদি ভাতা (মাসিক) ৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৬ হাজার টাকা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here