আগ্রাসনই নিজের সাফল্যের মূল স্বীকার করলেন কোহলি

0
392

ভারতের শীর্ষ ব্যাটসম্যান বিরাট কোহলির আগ্রাসন বেশ কিছুদিন যাবতই আলোচনার মুখ্য বিষয়ে পরিণত হয়েছে এবং দেশটির টেস্ট অধিনায়ক মনে করছেন, যতদিন আগ্রাসন ইতিবাচভাবে প্রকাশ হয়, ক্রীড়াবিদদের সেভাবেই বিচার করা উচিত।
রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বলেন, ‘খেলাটির শীর্ষ ফর্মে উঠতে আমার জন্য সহায়ক হয়েছে এই আগ্রাসন। বিশ্বে কোন কিছুর বিনিময়েই আমি এটা পরিবর্তন করবো না। কোন খারাপ বা ধ্বংসাত্মক পথে না গিয়ে প্রত্যেক ক্রীড়াবিদেরই এ আগ্রাসন অথবা কিলার ইনসেক্ট থাকা উচিত।’
মাঝে-মধ্যেই ভারতীয় ক্রিকেটারদের মাঠের অর্জনের চেয়ে মাঠের বাইরের বিভিন্ন দিক দিয়ে বিচার করা হয় বলেও মনে করছেন কোহলি। যেটা সমর্থন করেন না তিনি।
২৭ বছর বয়সী কোহলি বলেন, ‘একটা স্পোর্টিং নেশন হিসেবে কাউকে বিচার করতে ধৈর্যের খুব অভাব পরিলক্ষিত হয়। আমি যখন দলে তখন আমার হাতে উল্কি ছিলো, আমি একটি নির্দিষ্ট ধরনের পোশাক পড়তাম। আমি যেটা ভালো মনে করতাম সেটাই করতাম। কিন্তু একজন বাধা-ধরা টেস্ট ক্রিকেটার হিসেবে সেটা ঠিক না-ও হতে পারে। আমি এখন যখন একজন নতুন ক্রিকেটারকে খুব তাড়াতাড়ি আরো বেশি বিচার করতে দেখি, আমি তাদের শোধরানোর চেষ্টা করিÑ তাতে কোন ভুল নেই।’
অনুগ্রহপূর্বক মাঠে সে কি করছে তার বিচার করুণ, সে ব্যক্তিগতভাবে কি করছে অথবা সে কেমন ব্যক্তি সে বিচার করবেন না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here