জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ১৩০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে : উপাচার্য

0
241

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ বলেছেন, ৬টি আঞ্চলিক কেন্দ্রসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি ও কলেজ শিক্ষার মানোন্নয়নে ১ হাজার ৩০০ কোটি টাকার দুটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে খুবই সহায়ক হবে ।

গতকাল বিকেলে সরকারি বিএম কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল বিভাগের কলেজ অধ্যক্ষদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এক কথা জানান।
‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ে মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সভাপতির বক্তবে আরো বলেন, ৬৮৫ টি অনার্স ও মাস্টার্স কলেজসহ ১২৩ টি মহিলা কলেজ, ও ৩৬৪টি বিশেষায়িত প্রতিষ্ঠানসহ মোট ২১৯১টি কলেজ, ২১ লক্ষাধিক শিক্ষার্থী এবং ৬০ হাজার শিক্ষক নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। এখানে দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রের শতকরা ৭০ ভাগ শিক্ষার্থী পড়াশুনা করে থাকে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল, নদী-উপকূলীয় এলাকা, হাওড়, দুর্গম পাহাড় পর্যন্ত বিস্তৃত জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এ দেশের লক্ষ লক্ষ অস্বচ্ছল পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার একমাত্র আশা-ভরসার স্থল। জাতীয় বিশ্ববিদ্যালয় না থাকলে এদের সিংহভাগই উচ্চ শিক্ষার সুযোগ লাভ করতে পারত না।
তিনি বলেন, দেশের লাখ লাখ শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা জরুরি, যাতে তারা দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে নিজেদের তৈরি করতে পারে। শিক্ষাজীবন শেষে তারা যেন দেশ ও জাতির উন্নয়ন এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভায় বিভিন্ন কলেজের ১৭০ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন ও ২০ জন অধ্যক্ষ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here