পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি উঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কর্মচারী মারাত্মক জখম

0
273

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় একটি চিংড়ি ঘেরে জোয়ারের পানি উঠানোকে প্রতিপক্ষ ঘের মালিকের লোকজনের হামলায় এক ঘের কর্মচারীকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। মারাত্মক অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে লস্কর ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান জানিয়েছেন। গতকাল দুপুরে লস্করের কেওড়াতলা নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
ঘের মালিক লক্ষ্মীখোলা গ্রামের খলিলুর রহমান কাগজী জানিয়েছেন, প্রচন্ড তাপদাহে এক দিকে চিংড়ি মরছে, অন্য দিকে তার চিংড়ি ঘেরে জোয়ারের সময় সরকারীভাবে পানি সরবরাহের ক্যানেল বন্ধ করে পার্শ্ববর্তী ঘের মালিক বাচ্চু মোল্লার লোকজন তার ঘেরে পানি উত্তোলন করছিল। এ সময় তার ঘের কর্মচারী নজরুল সরদার বাঁধা দিলে ঐ ঘের মালিকের ছেলে তৌফিক মোল্লা ও বেতবুনিয়ার কামাল শেখ ও স্থানীয় পিয়াল মোল্লা লাঠি শোটা ও ইট দিয়ে তার উপর হামলা চালায়। আহত নজরুল জানিয়েছেন, তাকে শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় লাঠি ও ইটের আঘাত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এ পর্যন্ত তার মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটনায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here