বরিশাল প্রতিনিধি ॥ নগরীর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যামন আদালত। শনিবার দুপুরের অভিযানে প্রতিষ্ঠানগুলো থেকে জব্দ করা হয়েছে ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ।
এদিকে অভিযান চলাকালে নগরীর বাজার রোডের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আত্মগোপন করেন। জানা গেছে, জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান হাবিব, এনডিসি আসিফ আহম্মেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, মোহাম্মদ নাহিদুল করিম ও রুমানা আক্তার। টাস্ক ফোর্সের কর্মকর্তাদের সহযোগিতায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুত ও ব্যবহারের দায়ে নগরীর বাজার রোডের হক মিষ্টান্ন ভান্ডারের মজিফুল ইসলামকে ১০ হাজার, চরকাউয়া খেয়াঘাটের বৈশাখী পোল্ট্রি ফিডের মালিক মনির হোসেনকে ৭ হাজার ও পোর্ট রোড বাজারের বিসমিল্লাহ মসল্লা ভাঙ্গানো মিলের ব্যবসায়ী মনিরুল ইসলামের কাছ থেকে জরিমানার ৫ হাজার টাকা আদায় করা হয়। এদিকে জেলা প্রশাসনের অভিযানের সংবাদ পেয়ে বাজার রোডের ব্যবসায়ীরা কোন কারন ছাড়াই তাদের ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।