ইউপি নির্বাচন : ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

0
389

শনিবার চতুর্থ ধাপে দেশজুড়ে ৮৮ উপজেলার ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া সহিংসতায় দু’জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে চতুর্থ ধাপের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবু হাফিজ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, কোথাও কোথাও অনিয়ম হলেও তবে আগের তুলনায় এবার পরিস্থিতি ভালো ছিল। প্রায় সাড়ে ৫ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। এর মধ্যে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছে যা অত্যান্তই নগন্য। আজ শনিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইউপি নির্বাচনের সর্বশেষ ধাপের প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল-উল-আলম হানিফ এ কথা বলেন। নির্বাচনে ৩৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয় ৬৬৮ ইউপিতে। সবমিলিয়ে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে ২৪ হাজার ১৮৭ জন এবং নারী সদস্য পদে ৭ হাজার ১৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ২২৭ জন প্রার্থী এবং নারী সদস্য পদে ৯৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here