‘প্রকৌশলীদের কোড অব এথিক্স মেনে চলা উচিত’

0
233

ভবন তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অনিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রকৌশলীদের নির্মাণ কাজের কোড অব এথিক্স মেনে চলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাম্প্রতিক কয়েকটি ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এটা দুঃখজনক হলেও সত্য যে, আজকাল পত্রপত্রিকায় প্রায়ই নির্মাণ কাজ বিশেষ করে রাস্তাঘাট ও ইমারত নির্মাণ কাজের ত্রুটি ও নিম্নমান নিয়ে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের কথাও আমাদের জানতে হয়েছে। এতে একদিকে যেমন জনগণের টাকার অপচয় হচ্ছে তেমনি জনভোগান্তিও বাড়ছে। এ ছাড়া কিছু অসাধু লোকের জন্য আপনাদের সুনামও হানি হচ্ছে। দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাঁর স্বভাবসুলভ হাস্যরসে আরও বলেন, তবে এখানে বলতে চাই, আপনার যদি বৈজ্ঞানিক কোনো প্রযুক্তি বের করতে পারেন, যাতে বাঁশ লোহার চেয়ে শক্তিশালী, তাহলে কোনো কথাই হবে না। এ সময় পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে। প্রকৌশলীদের জনগণের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন, আমি প্রকৌশলীদের কোড অব এথিক্স অনুসরণের আহ্বান জানাই। কারণ এথিক্স থেকে বিচ্যুত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, গোটা দেশের ক্ষতি হয়। আমার বিশ্বাস আপনাদের মেধা, মনন ও সৃষ্টিশীলতায় সরকার ঘোষিত দিন বদলের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। রাষ্ট্রপতি বলেন, আজ আপনারা প্রকৌশলী, উন্নয়নের মূল কারিগর। মনে রাখতে হবে আপনাদেরকে আজকের অবস্থানে পৌঁছে দিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন এ দেশের সাধারণ মানুষ। তাদের ট্যাক্সের টাকাই আপনাদের লেখাপড়ার খরচ জুগিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান আবদুল হামিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here