আফগানিস্তানে দু’টি বাস এবং একটি তেলবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছেন। দেশটির গজনি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে রবিবার এ খবর জনিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় আরও ৭৩ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে আরও বলা হয়, দুর্ঘটনার পর গাড়ি তিনটিতে আগুন ধরে যায়। আফগানিস্তানে ট্রাফিক আইন মেনে চলা হয় না বলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদুল্লাহ আহমাদি এসোসিয়েট প্রেস নিউজ এজেন্সিকে জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই ওই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার কাজে সাহায্য করে। গজনি প্রদেশের পূর্বাঞ্চলীয় গভর্ণরের মুখপাত্র জায়েদ সালাংগী জানান, দু`টি বাসে মোট ১শ ২৫ জন যাত্রী ছিলেন।