কঙ্গনার জায়গায় পারুল গুলাটি

0
553

সায় কবির পরিচালিত ‘ডিভাইন লাভারস’ মুভিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউতের জায়গায় স্থান পেয়েছেন নতুন অভিনেত্রী পাঞ্জাবের মেয়ে পারুল গুলাটি। স্পটবয়ডটকম তাদের এক প্রতিবেদনে একথা জানায়। ইরফান খান অভিনীত ‘ডিভাইন লাভারস’ মুভিটি গত বছরের ডিসেম্বরে ত্যাগ করেন ‘কুইন’ তারকা কঙ্গনা রানাউত। সময় পাচ্ছেন না এমন অজুহাতে মুভিটি ত্যাগ করেন তিনি। এরপর থেকেই পরিচালক সায় কবির নতুন একজন অভিনেত্রীর খোঁজে ছিলেন। অবশেষে পাঞ্জাবি কন্যা পারুল গুলাটিকে খুঁজে পান তিনি। পারুল একজন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী। ইতোমধ্যে বেশ কয়েকটি পাঞ্জাবি মুভিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে গায়ক ইয়ো ইয়ো হানি সিংয়ের বিপরীতে ‘জরাওয়ার’ মুভিটি রয়েছে। নবাগত হলেও ‘ডিভাইন লাভারস’এ কঙ্গনার চেয়েও গুলাটি খারাপ অভিনয় করবেন না বলে খবরে বলা হয়। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here