গুলশানে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ১০ দশমিক ৩৩ বিঘা জমি খেলাধুলার কাজে ব্যবহারে জন্য ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পাট মন্ত্রণালয়ে এক হাজার কোটি টাকা সমন্বয় করতে গুলশানে বিজেএমসির ১০ দশমিক ৩৩ বিঘা জমি খেলাধুলার জন্য খেলার মাঠ বানাতে প্রধানমন্ত্রী নির্দেশা দিয়েছেন। ১৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে। মির্জা আজম আরও বলেন, ইতোমধ্যে পাট শ্রমিকরা বকেয়া বেতন পেয়ে গেছেন। প্রভিডেন্ট ফান্ড বা জিপি ফান্ডের টাকা পরিশোধ করতে বাকি রয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে পাট শ্রমিকরা এ বকেয়া টাকা পেয়ে যাবেন।