চট্রগ্রাম প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল চলছে। নগরীর প্রতিটি সড়কেই বাস, টেম্পো, সিএনজি অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বেশ কিছু প্রাইভেট কারও চলাচল করতে দেখা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান, জামায়াতের হরতালে নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাস-টেম্পো-সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। সীমিত আকারে দূরপাল্লার যানবাহনও চলাচল করছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বেশির ভাগ কিন্ডারগার্টেন স্কুলে গ্রীষ্মকালীন ছুটি চলছে। এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ পরীক্ষা বা ক্লাস ছিল সেগুলো স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নিজামীর ফাঁসির রায় বহালের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে এই হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।