জামায়াতের হরতালে প্রভাব নেই রাজধানীতে

0
440

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল চলছে। তবে হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীতে। রাজধানীর বেশ কিছু রাস্তায় সকাল বেলায় যানজট দেখা গেছে। এ ছাড়া চলছে রাজধানীর বাস সার্ভিস, তবে প্রতিদিনের তুলনায় আজ বাসের সংখ্যা কম। সকাল বেলায়ই দেখা গেছে অফিসগামী লোকের ভিড়। এ ছাড়া ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা কম হলেও চলছে সব ধরনের যানবাহন। আজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহালের আদেশ দেওয়ার পরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিক বলেন, দেশের জনগণ মাওলানা মতিউর রহমান নিজামীকে মুক্ত অবস্থায় তাদের মধ্যে পেতে চায়। মাওলানা দেশে বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং ইসলামী সমাজ কায়েমের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার দেশপ্রেম এবং পরিচ্ছন্ন ইমেজ সর্ব মহলে স্বীকৃত। তিনি তার নির্বাচনী এলাকার জনগণের উন্নতি-অগ্রগতি এবং রাস্তাঘাট নির্মাণের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। দেশের জনগণ তাকে ভালোবাসেন এবং তার মুক্তি চান। ষড়যন্ত্রের পথ পরিহার করে কালবিলম্ব না করে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।   তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে ঘোষিত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করার জন্য আমি জামায়াতের সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ওলামায়ে-কেরাম ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হরতালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here