এর আগে ব্রয়ফ্রেন্ডের পাশ থেকেও সরিয়ে ছিলেন। বলিউডের গুজব, ক্যাটের জন্যই নাকি দীপিকাকে ছেড়েছিলেন রণবীর। আর এ বার সলমনের পাশ থেকে দীপস-কে ছক্কা মেরে মাঠের বাইরে পাঠালেন তিনি। কবীর খানের আগামী ছবি ‘টিউবলাইট’-এ সলমন খানের বিপরীতে নায়িকা হওয়ার কথা ছিল দীপিকা পাডুকোনের। কিন্তু জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে এসে সেই সম্ভাবনাকে হঠাৎই উড়িয়ে দেন ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত পরিচালক কবীর খান। এরপর হঠাৎই টিনসেল টাউনের জোর গুঞ্জন, দীপিকা নন, সলমনের বিপরীতে হয়তো দেখা যাবে ভাইজানের এক্সকেই। শোনা যাচ্ছে, ‘টিউবলাইট’ নিয়ে কবীর-ক্যাটের ফাইনাল কথাও হয়ে গিয়েছে। এই দুই প্রাক্তন লভ বার্ডের অনস্ক্রিন রোমান্স হয়তো শুধু সময়েরই অপেক্ষা। সূত্র: আনন্দবাজার