বরিশালের ছয় উপজেলার ৪১ চেয়ারম্যানের শপথ গ্রহণ

0
429

বরিশাল প্রতিনিধি ॥ প্রথমধাপের নির্বাচনে জেলার ১০ উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে বরিশাল সদর, উজিরপুর, আগৈলঝাড়া, বানারীপাড়া, বাকেরগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাচিত ৪১ চেয়ারম্যান রবিবার শপথ গ্রহণ করেছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আহসান হাবিব, কেন্দ্রীয় যুবলীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এরআগে প্রথমপর্যায়ে গত ৪ মে জেলার গৌরনদী, হিজলা, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার ২১জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
দ্বিতীয় পর্যায়ে শপথ নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন-বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না (নৌকা), চরবাড়িয়া ইউনিয়নে মাহতাব হোসেন (নৌকা), চরকাউয়া ইউনিয়নে মনিরুল ইসলাম (নৌকা), কাশিপুর ইউনিয়নে কামাল হোসেন মোল্লা (নৌকা), রায়পাশা-কড়াপুর ইউনিয়নে হাবিবুর রহমান খোকন (নৌকা), জাগুয়া ইউনিয়নে মোস্তাক আলম চৌধুরী (নৌকা), চন্দ্রমোহন ইউনিয়নে একেএম আবদুল আজিজ (নৌকা), টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে বাহউদ্দিন আহমেদ (নৌকা), চরমোনাই ইউনিয়নে সৈয়দ এহছাক মোঃ আবুল খায়ের (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা) ও চাঁদপুরা ইউনিয়নে আমানউল্লাহ্ আমান (স্বতন্ত্র-চশমা)। আগৈলঝাড়া উপজেলার ঃ বাকাল ইউনিয়নে বিপুল দাস (নৌকা), বাগধা ইউনিয়নে আমিনুল ইসলাম বাবুল ভাট্টি (নৌকা), রাজিহার ইউনিয়নে ইলিয়াছ তালুকদার (নৌকা), গৈলা ইউনিয়নে সোয়েব ইমতিয়াজ লিমন (নৌকা) ও রতœপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার (নৌকা)। বাকেরগঞ্জ উপজেলার ॥ ভরপাশা ইউনিয়নে আসাদুজ্জামান খান (নৌকা), রঙ্গশ্রী ইউনিয়নে বশির উদ্দিন (নৌকা), পাদ্রীশিবপুর ইউনিয়নে আবুল বাশার (নৌকা), গারুরিয়া ইউনিয়নে এএসএম জুলফিকার হায়দার (নৌকা), ফরিদপুর ইউনিয়নে এসএম শফিকুর রহমান (নৌকা), কবাই ইউনিয়নে জহিরুল হক তালুকদার (নৌকা), কলসকাঠী ইউনিয়নে আবদুল রাজ্জাক তালুকদার (নৌকা), নলুয়া ইউনিয়নে আসম ফিরোজ আলম খান (নৌকা), দুধল ইউনিয়নে গোলাম মোর্শেদ খান (নৌকা), চরাদী ইউনিয়নে মোহাম্মদ শফিকুল ইসলাম (নৌকা) ও দাড়িয়াল ইউনিয়নে এমএ জব্বার বাবুল (স্বতন্ত্র-আ’লীগ বিদ্রোহী)। মেহেন্দিগঞ্জ উপজেলার ॥ মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে মোস্তাফিজুর রহমান রিপন (নৌকা), ভাষানচর ইউনিয়নে নজরুল ইসলাম খান চুন্নু (নৌকা), উলানিয়া ইউনিয়নে আলতাফ হোসেন (নৌকা), চরগোপালপুর ইউনিয়নে সামছুল বারী (নৌকা), বিদ্যানন্দপুর ইউনিয়নে জলিল মিয়া (নৌকা), জাঙ্গালিয়া ইউনিয়নে আব্দুল কাদের ফরাজী (স্বতন্ত্র-আ’লীগ বিদ্রোহী) ও দড়িচর খাজুরিয়া ইউনিয়নে মোস্তফা রাঢ়ী (স্বতন্ত্র-আ’লীগ বিদ্রোহী)। বানারীপাড়া উপজেলার ॥ বানারীপাড়া সদর ইউনিয়নে জলিল ঘরামী (নৌকা), চাখার ইউনিয়নে খিজির সরদার (নৌকা), সলিয়াবাকপুর ইউনিয়নে মোহাম্মদ জিয়াউল হক (নৌকা), সৈয়দকাঠী ইউনিয়নে আব্দুল মন্নান মৃধা (নৌকা), ইলুহার ইউনিয়নে শহিদুল ইসলাম (নৌকা), বিশারকান্দি ইউনিয়নে সাইফুল ইসলাম (নৌকা) ও বাইশারী ইউনিয়নে মাইনুল হাসান (নৌকা)। এ উপজেলার উদয়কাঠী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাহাদ আহম্মেদ। উজিরপুর উপজেলার ॥ বামরাইল ইউনিয়নে ইউসুফ হোসেন হাওলাদার (নৌকা), সাতলা ইউনিয়নে আব্দুল খালেক আজাদ (নৌকা), ওটরা ইউনিয়নে শাহাদাত হোসেন (নৌকা), জল্লা ইউনিয়নে বিশ্বজিত হালদার নান্টু (নৌকা), শোলক ইউনিয়নে কাজী হুমাউন কবির (নৌকা), হারতা ইউনিয়নে ডাঃ হরেন রায় (নৌকা) ও বরাকোঠা ইউনিয়নে শহিদুল ইসলাম (নৌকা)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here