বরিশাল প্রতিনিধি ॥ নানা আয়োজনে বরিশালে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। এ উপলক্ষে রবিবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও উন্নয়ন সংগঠনগুলোর আয়োজনে মা সমাবেশ ও মমতাময়ী মায়েদের সম্মাননা প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, মহিলা পরিষদরে সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, সমাজসেবক আনোয়ার জাহিদ, ডাঃ হাবিবুর রহমান প্রমুখ। শেষে চার মমতাময়ী মা কহিনুর বেগম, রিনা মন্ডল, হিরনবালা নাথ, ছায়া রায় চৌধুরীকে সন্মাননা প্রদান করা হয়।