সৌদি আরবের মন্ত্রিসভায় রদবদল, মন্ত্রিত্ব হারালেন তেলমন্ত্রী

0
252

সৌদি আরবের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন বাদশা সালমান বিন আবদুল আজিজ, যাতে বাদ পড়েছেন ২০ বছরের বেশি সময় ধরে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আলি আল-নাইমি। আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল শনিবার জাতীয় টেলিভিশনে বাদশার এই ঘোষণা এসেছে। প্রতিবেদনে আরো জানানো হয়, মন্ত্রিত্ব থেকে সরিয়ে আলি আল নাইমিকে দেওয়া হয়েছে রাজকীয় আদালতের উপদেষ্টার দায়িত্ব। আরব নিউজ জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহ। বাণিজ্য ও শিল্পমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে ফাহাদ আল-মুবারককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আহমেদ আল-খুলাইফিকে। পানিসম্পদ মন্ত্রণালয়কে বিলুপ্ত করে নবগঠিত মন্ত্রণালয়ের নাম দেওয়া হয়েছে পানি, পরিবেশ ও কৃষি মন্ত্রণালয়। শ্রম ও সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়েকে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হয়েছে।  উল্লেখ্য, তেলের ওপর নির্ভরশীলতা অবসানে গত মাসে সৌদি আরব বড় ধরনের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের ঘোষণা দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here