হরতালে খুলনায় জীবনযাত্রা স্বাভাবিক

0
325

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে খুলনায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। আজ রবিবার হরতাল শুরুর পর থেকেই নগরীর সড়কগুলোতে স্বাভাবিকভাবেই চলছে গণপরিবহন। অফিস-আদালত, কল-কারখানা, দোকানপাট যথারীতি খুলেছে। হরতালে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। ভোর থেকে রাস্তায় পুলিশ ও র‌্যাবের টহল চলছে। হরতালের সম্ভাব্য সহিংসতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে, হরতাল চলাকালে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  অটোরিকশা-ভ্যানসহ হালকা যান চলাচল স্বাভাবিক দিনের মতোই চলছে। প্রাইভেটকারও চলাচল করতে দেখা যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বলেন, হরতালে নাশকতা ঠেকাতে নগরীর প্রধান সড়কসহ অলিগলিতেও পুলিশ  সতর্কাবস্থায় রয়েছে। যে কারণে জামায়াত শিবির মাঠে নামতে পারেনি। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী জামায়াত এ হরতালের ডাক দেয়। বৃহস্পতিবার নিজামীর ফাঁসির রায় বহালের সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে এই হরতালে ডাক দেয় দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here