হরিণাকুন্ডুর ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

0
423

এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহ :
উৎসরমূখর পরিবেশে চতুর্থ ধাপে গতকাল শনিবার অনুষ্ঠিত ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৩টিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও ৪টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১ নং ভায়না ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ছমির উদ্দীন নৌকা প্রতীকে ৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রবিউল করিম লাল চশমা প্রতীকে ৪ হাজার ২১৬ ভোট পেয়েছেন। ২নং জোড়াদহ ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী নাজমুল হুদা পলাশ অটোরিক্সা প্রতীকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় প্রার্থী জহির রায়হান নৌকা প্রতীকে ২ হাজার ২৪৪ ভোট পেয়েছেন। ৩ নং তাহেরহুদা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মঞ্জুরুল আলম (মনজের) নৌকা প্রতীকে ৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোজাম্মেল হক ধানের শীষ প্রতীকে ৩ হাজার ২৪৯ ভোট পেয়েছেন। ৪ দৌলতপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী (বুড়ো) চশমা প্রতীকে ৬ হাজার ৩৩৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় প্রার্থী ছাব্দার রহমান নৌকা প্রতীকে ৩ হাজার ৮৬০ ভোট পেয়েছেন। ৫ নং কাপাশহাটিয়া ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার নৌকা প্রতীকে ৫ হাজার ৪৮১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিফুল ইসলাম খোকন ধানের শীষ প্রতীকে ৪ হাজার ১৭৯ ভোট পেয়েছেন। ৬ নং ফলসী ইউনিয়নে আওয়ালীগের বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান চশমা প্রতীকে ৪ হাজার ১৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় প্রার্থী এড. বজলুর রহমান নৌকা প্রতীকে ৪ হাজার ১২৫ ভোট পেয়েছেন। ৭ নং রঘুনাথপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রাকিবুল হাসান রাসেল আনারস প্রতীকে ৬ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের দলীয় প্রার্থী মুনছুর আলী নৌকা প্রতীকে ৩ হাজার ৬৫৬ ভোট পেয়েছেন।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুর রহমান ফলাফল নিশ্চিত করে জানান, দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার ৭টি ইউনিয়নে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here