কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার

0
447

নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার মধ্যরাতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে এই কারাগারে আনা হয়েছে। রাত ১১ টার পর থেকে চকবাজার থানা পুলিশ, জেল পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনকে কারাগারের আশপাশে দেখা গেছে।   এর আগে নিজামীকে ঢাকায় স্থানান্তরের গুঞ্জনে রবিবার সন্ধ্যা থেকেই গণমাধ্যমকর্মীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় জমায়। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া কারাগার থেকে লাইভ সম্প্রচার করতে থাকে। এসময়ই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মূল ফটকের বাইরের ব্যারিকেডের ভেতরে কারা কর্তৃপক্ষ ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।   সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটা নিয়মিত নিরাপত্তা। প্রতিদিনই অনগার্ড অবস্থায় তারা এখানে অবস্থান করে। এদিকে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত নিজামীর ফাঁসি কার্যকরে আর মাত্র একধাপ বাকি। ট্রাইবুনাল থেকে রিভিউ খারিজের কপি কারাগারে আসলেই জেল কোড অনুযায়ী নিজামীর ফাঁসি কার্যকরে প্রক্রিয়া শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here