গতকাল রাতে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে নিজামীকে

0
385

মানবতাবিরোধী অপরাধী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে মাওলানা নিজামীকে নিয়ে কাশিমপুর কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পুলিশ। রাত ১২টার আগেই কেন্দ্রীয় কারাগারে পৌঁছানো হয় মাওলানা নিজামীকে।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর কারারক্ষী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পুলিশের প্রিজনভ্যানে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ফাঁসির সেলের বন্দী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন গত বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। ওই দিন দুপুরে কারাগারে তার কাছে থাকা একটি এক ব্যান্ডের রেডিওর মাধ্যমে মৃত্যুদণ্ড বহাল রাখার খবর শুনেছেন। এর পর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, গত ৫ মে চুড়ান্ত বিচারে ট্রাইবুনালে দেওয়া ফাঁসির রায় বহাল থাকে। এবার রাষ্ট্রপতি বরাবর ক্ষমা ভিক্ষা চাওয়ার সুযোগ আছে জামায়াতে ইসলামীর সভাপতি মতিউর রহমান নিজামীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here