ফিলিপাইনে নির্বাচনের দিন গাড়িবহরে হামলায় নিহত ৭

0
237

ফিলিপাইনে সোমবার একটি গাড়িবহরের ওপর অতর্কিত হামলা চালানো হলে ৭ জন নিহত ও ১ জন আহত হয়। ভোটগ্রহণ শুরুর মাত্র কয়েকঘন্টা আগে এ হামলা চালানো হল।
পুলিশের প্রধান পরিদর্শক জনাথন ডেল রোজারিও বলেন, রোজারিও শহরে ভোরের আগে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একটি জিপ ও দুইটি মোটরসাইকেলকে লক্ষ্য করে গুলি চালায়। শহরটি রাজধানী ম্যানিলা থেকে দক্ষিণে অবস্থিত।
এই হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিশেষ নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণকারী টাস্ক ফোর্সের এক মুখপাত্র বলেন, ক্যাভিট প্রদেশে ঘটনাটি ঘটেছে। নির্বাচনী কর্মকর্তারা প্রদেশটিকে ‘উদ্বেগজনক এলাকা’ হিসেবে চিহ্নিত করেছেন। কারণ এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এর আগে টাস্ক ফোর্স জানিয়েছিল, চলতি বছরের শুরু থেকে নির্বাচন সম্পর্কিত সহিংস ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here