৫ ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ

0
278

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণের সময় অনিয়মের সম্পৃক্ততা পাওয়ার অভিযোগে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ ও চান্দিনা উপজেলার তিনটি কেন্দ্রের পাঁচজন ভোটগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দায়িত্ব পালনে অবহেলা করায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে বলেছে কমিশন। আজ সোমবার নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান এ সংক্রান্ত নির্দেশনার চিঠি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। তিনি জানান, শনিবার চতুর্থ ধাপের ইউপি ভোটে কুমিল্লার তিন উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এক্ষেত্রে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউপির যুগিরহাট হোসেনিয়া হাফেজিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে অনিয়মের জন্য প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন ও সহকারী প্রিজাইডিং অফিসার তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জ্ঞাত ও অজ্ঞাত যেসব ব্যক্তি ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিল মেরেছেন, তাদের বিরুদ্ধে মামলার দায়েরের জন্য বলেছে ইসি। এছাড়া মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের জন্য প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরে জন্য বলা হয়েছে। চান্দিনা উপজেলার জোয়াগ ইউপির নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধেও রয়েছে মামলা করার নির্দেশ। এদিকে, কুমিল্লার বাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউপির চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে সিল মারার বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে। তবে এ কেন্দ্রের অনিয়মের জন্য সংশ্লিষ্ট থানায় আটক প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কুমিল্লা পুলিশ সুপারকে (এসপি)। এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ২৮ মে পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ০৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে নবম ইউপি নির্বাচন সমাপ্ত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here