আওয়ামী সরকারের কোনো জনসমর্থন নেই দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে সরকারের জনসমর্থন থাকে না, সেই সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। সুতরাং দেশে কিংবা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রেরই প্রয়োজন নেই। আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে, জনসমর্থিত দল। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? বরং আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। জনগণ থেকে তারা একেবারেই দূরে চলে গেছে। আমরা জনগণের সঙ্গে আছি। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে যাক, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, তখন দেখা যাবে কে জনপ্রিয়। তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে সকল রেকর্ড ভঙ্গ করে ফাঁসির আসামিকে দণ্ড থেকে রেহাই দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর এ পর্যন্ত মোট ২৫ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। এর মধ্যে ২২ জনকেই ক্ষমা করেছে অবৈধ ও ভোটারবিহীন বর্তমান সরকার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, ওয়ারেছ আলী মামুন, যুবদল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি কফিল উদ্দিন ভূঁইয়া, ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম টিটু প্রমুখ।