বরিশাল নগরবাসীর চাহিদার অর্ধেক পানিও দিতে পারছে না বিসিসি

0
258

বরিশাল প্রতিনিধি ॥ নগরীতে দিন দিন বেড়েই চলেছে বিশুদ্ধ পানির সংকট। নগরবাসীর চাহিদার অর্ধেক পানিও দিতে পারছেনা সিটি করপোরেশন। পানি সরবরাহ বিভাগ, সিটি করপোরেশনের আয় দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এখাতে বরাদ্দ কম। তাই চাহিদা অনুযায়ী পানি না পাওয়ায় শহর ও বর্ধিত এলাকার নগরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে। এ অবস্থায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো বরিশাল নগরীকে ওয়াসার আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।
সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের তথ্যমতে, নগরীর ৫ লাখ লোকের দৈনন্দিন বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে চার কোটি ৫০ লাখ লিটার। এর বিপরীতে ৩৫টি পাম্প ও সাতটি ওভারহেড ট্যাংকের মাধ্যমে দৈনিক সরবরাহ করা হয় ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার লিটার। চাহিদার বাকি ১ কোটি ৯৩ লাখ লিটার পানি দিতে পারছেনা সিটি করপোরেশন। কাশিপুর ৩০নং ওয়াডের্র বাসিন্দা রাশিদা বেগম অভিযোগ করেন, সিটি করপোরেশনের সরবরাহ করা পানির গতি কম থাকায় রিজার্ভ ট্যাংকে পানি আসছে না। যাও আসছে তা দিয়ে ঠিকমতো রান্না ও গোসল করা সম্ভব হচ্ছে না। নগরীর ৪২ হাজার ৮৪৮টি বাড়ি সিটি করপোরেশনের আওতায় থাকলেও পানির গ্রাহক রয়েছে মাত্র ১৭ হাজার। অন্যসব বাড়ির মালিকদের পানি সরবরাহ করতে পারছেনা সিটি করপোরেশন। এ অবস্থায় বিভিন্ন এলাকায় অনেকে গভীর নলকূপ বসিয়ে নিজেদের পানির চাহিদা মেটানো হচ্ছে। এসব গভীর নলকূপের কারণে পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এতে অনেক নলকূপে পানি উঠছে না। এমনকি সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের তিনটি পাম্পও বন্ধ হয়ে গেছে। এদিকে মন্ত্রণালয়ের এক নিষেধাজ্ঞায় শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় জনস্বার্থে স্থাপিত ৩৫০টি রাস্তার পাশে থাকা কল বন্ধ করে দিয়েছে সিটি করপোরেশন। এতে দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। পানির অভাবে বন্ধ হয়ে গেছে সিটি করপোরশনের লঞ্চঘাট এলাকার গণগোসলখানা। রাস্তার পাশের কলগুলো বন্ধ থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
২০নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বলেন, আমার ওয়ার্ডের প্রায় এক হাজার পরিবারের মধ্যে ৫’শ পরিবারের পানির ব্যবস্থা নেই। অনেকে গভীর নলকূপ বসিয়ে চাহিদা পূরণ করছেন। রাস্তায় যে (স্ট্রিক হেডেন লাইন) কল বসানো আছে সেগুলোও বন্ধ হয়ে আছে। ফলে ওয়ার্ডের বাসিন্দারা বিশুদ্ধ পানি সংকটে ভূগছেন। সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশুদ্ধ পানি সরবরাহ লোকাল ফান্ড দ্বারা পরিচালিত হওয়ায় বরাদ্দ কম থাকে। সামান্য বরাদ্দে পুরো নগরীতে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছেনা। নগরবাসীর পানির চাহিদা মেটাতে প্রয়োজন সরকার নিয়ন্ত্রিত ওয়াসা। এটা হলে নগরবাসীর বিশুদ্ধ পানির সংকট আর থাকবে না। এ ব্যাপারে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম বলেন, চাহিদা থাকা সত্বেও নগরীর ৭০ ভাগ এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পানির নতুন লাইন বসানো সম্ভব হচ্ছে না। দুর্ভোগের বিষয়টি উল্লেখ করে ইতোমধ্যে ডিপিপি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নতুন পানির লাইন স্থাপনের কাজ শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here