ডিআইজি প্রিজনসহ সিনিয়র কর্মকর্তাদের কারাগার পরিদর্শন

0
244

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রস্তুতি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এগিয়ে নিচ্ছে বলে কারা সূত্রে জানা গেছে। এর আলোকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) গোলাম হায়দার, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল ও কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করে সোয়া ১২টা পর্যন্ত তারা কারাগারের ভেতরে অবস্থান করেন। তবে কারাগার থেকে বের হয়ে যাওয়ার সময় ডিআইজি প্রিজন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। এর আগে সোমবার রাতে মতিউর রহমান নিজামীর সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় পড়ে শোনানো হয়েছে। এখন নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না তা আজই জানতে চাওয়া হতে পারে। আজ মঙ্গলবার যেকোনো সময় নিজামীর প্রাণভিক্ষার সিদ্ধান্তের বিষয়ে জানতে কেন্দ্রীয় কারাগারে ম্যাজিস্ট্রেট যেতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। জানা গেছে, জামায়াত আমির মতিউর রহমান নিজামী যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। যদি নিজামী প্রাণভিক্ষার আবেদন না করেন তাহলে হয়তো মৃত্যুদণ্ড আজই কার্যকর করা হতে পারে। আর যদি মৃত্যুদণ্ড আজই কার্যকর করা হয় তাহলে নিয়ম অনুযায়ী শেষবারের মতো দেখা করতে নিজামীর পরিবারের সদস্যদেরকে ডাকা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here