ভোল পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

0
246

ধীরে ধীরে ভোল পাল্টাতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার পক্ষে থাকলেও লন্ডনের নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র সাদিক খানের জন্য ‘বিকল্প ব্যবস্থা’ রাখা হবে। লন্ডনের মেয়র হওয়ার পর সাদিক খান টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমেরিকার মেয়রদের সঙ্গে দেখা করতে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমি আমেরিকায় যেতে চাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হলে আমার ধর্মীও বিশ্বাসের কারণে আমি সেখানে প্রবেশ করতে পারবো না।” তাঁর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “এখানে সর্বদাই বিকল্প ব্যবস্থা থাকবে।” এ সময় তিনি জানান, সাদিক খানের লন্ডনের মেয়র হওয়ায় তিনি ‘খুশি’। তিনি আরো বলেন, “তিনি যদি ভালো কিছু করেন, তিনি যদি অসাধারণ কিছু করেন, তবে তা হবে ভয়ংকর বিষয়।” লন্ডনের মেয়র নির্বাচনে কনজারভেটিভ প্রার্থীকে তিন লাখ ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। প্যারিসে ইসলামপন্থী জঙ্গিদের হামলার পর ট্রাম্প তাঁর জনসভায় ঘোষণা দেন, প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ বন্ধ করা হবে। তাঁর ওই বক্তব্যের তীব্র সমালোচনা হলেও ওই দৃষ্টিভঙ্গি থেকে এখনও সরে আসার ঘোষণা দেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here