আবুল কালাম ময়মনসিংহ প্রতিনিধি :
৯৯ ভোটে এগিয়ে থাকার পরও আমার তথা নৌকার বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী। বুধবার স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শামছুল হক পুনঃ ভোট নয় স্থগিত ফলাফল ঘোষনার জোর দাবী জানান।
লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে নৌকা নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন শামছুল হক। ঐ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামলীগের সহসভাপতি এম এ জব্বার চশমা প্রতীকে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করেন। ভোটের দিন নিউগী কুশমাইলে ভোট ছিনতাই করে আমার বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন বিদ্রোহী প্রার্থী।
তিনি আরও জানান, প্রাপ্ত বেসরকারী ফলাফলে আমি ৯ টি ভোট কেন্দ্রে ভোট পেয়েছি ৪৯২৫। আমার প্রতিদ্বদ্ধী প্রার্থী এম এ জব্বার চশমা পেয়েছেন ৪৮২৬ ভোট। আমি ৯৯ ভোটে এগিয়ে থাকার পরও কুশমাইল ইউনিয়নের ফলাফল স্থগিত ঘোষনা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি কুশমাইলের ফলাফল অতি দ্রুত দেয়ার দেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।