বলিউডের এখন নতুন নতুন মুখ দেখা যাচ্ছে। তবে পুরনো তারকারাও দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু শাহরুখ, আমির, সালমান নন যারা বলিউডের উঠতি তাদের পারিশ্রমিক নিয়ে রয়েছে নানা কৌতুহল।
বলিউড তারকাদের পারিশ্রমিকের তালিকা, জেনে নিন একনজরে-
১। সালমান খান- ৪০.৫০ কোটি
২। শাহরুখ খান- ৪০.৫০ কোটি
৩। আমির খান- ৪০.৪৫ কোটি
৪। অজয় দেবগন- ৩৫.৪০ কোটি
৫। অক্ষয় কুমার- ৩৫.৪০ কোটি
৬। রণবীর কাপুর- ২০.২৫ কোটি
৭। অমিতাভ বচ্চন- ২০ কোটি
৮। কঙ্গনা রানওয়াত- ১০.১২ কোটি
৯। রণবীর সিং- ১০ কোটি
১০। কারিনা কাপুর- ৮ কোটি