ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যা

0
305

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়ার জের ধরে জিন্নাত আলী (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
আজ বুধবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে ভেড়ামারা মডেল থানা পুলিশ।
ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, উপজেলার ইসলামপুর পদ্মার চর এলাকার বাবলুর স্ত্রী সাবিনা খাতুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল দিন মজুর জিন্নাত আলী। এই নিয়ে এলাকায় মুখোরোচক গুঞ্জনও ছিল। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। মুলত পরকীয়ার জের ধরেই যুবক জিন্নাত আলীকে হত্যা করা হয়েছে। তার পা এবং গলা ছাড়াও শরীরের কয়েকটি স্থানে পিটানোর চিহৃ রয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
তিনি জানান, আসামীদের চিহিৃত করে আটক করার জন্য অভিযান অব্যহত রয়েছে।
নিহত জিন্নাত আলী ইসলামপুর পদ্মার চর এলাকার ফজলুল হক ড্রাইভারের ছেলে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here