সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ

0
217

রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি পরলোকগত প্রমোদ মানকিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রমোদ মানকিন ক্যান্সারে ভুগছিলেন। তিনি আজ ভোরের দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র মাইদুল ইসলাম বাসস’কে জানান, গত ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি মুম্বাইয়ের হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বাংলাদেশ সময় ভোর ৪টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here