জামায়াতের হরতালে প্রভাব নেই রাজধানীতে

0
443

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল চলছে। শুক্রবার সকাল ৫টা পর্যন্ত এ হরতাল চলবে। তবে হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীতে। রাজধানীর বেশ কিছু রাস্তায় সকাল বেলাই যানজটের দৃশ্য দেখা গেছে। এ ছাড়া চলছে রাজধানীর বাস সার্ভিস, তবে প্রতিদিনের তুলনায় আজ বাসের সংখ্যা কম। সকাল বেলাই দেখা গেছে অফিসগামী লোকের ভিড়। এ ছাড়া ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা কম হলেও চলছে সব ধরনের যানবাহন। বুধবার মধ্যরাত ১২টা ১ মিনিটে জামায়াতের সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধে আদালতের দেওয়া ফাঁসির আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পরপরই দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া বুধবার সারা দেশে গায়েবানা জানাজা এবং শুক্রবার দোয়া দিবস ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সেগুন বাগিচা, তুরাগ, মিরপুর পূর্ব, কাফরুল-ভাষানটেক, উত্তরা পশ্চিম, বংশাল, দক্ষিণখান, সবুজবাগ, খিলগাও, তেজগাও, রুপনগর-পল্লবী, রমনা, হাজারীবাগ-ধানমণ্ডি, শ্যামপুর, যাত্রাবাড়ী, বনানী, মিরপুর পশ্চিম-দারুসসালাম সহ বিভিন্ন এলাকায় মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার রাত থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব-পুলিশের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়। হরতালে কোনো প্রকার নাশকতা যাতে না হয় সে জন্য রাজধানীতে ব্যাপক নিরাপত্তাবলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here